ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৭:০৫:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৭:০৫:৫১ অপরাহ্ন
ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ ​সংবাদচিত্র : বিজিবি
বাংলা স্কুপ, ১৩ সেপ্টেম্বর ২০২৪: 
ভারতে পাচারকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৪০ কেজি ইলিশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দের পর বিজিবির নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামের মাধ্যমে ৯ লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভোর রাতে উপজেলার শশীদল এলাকার সীমান্তবর্তী মনোরা নামক স্থানে এসব ইলিশ রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিজিবির কুমিল্লা সেক্টরের সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে রেখে চলে যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। 

জব্দের পর বিজিবির নিয়ম অনুযায়ী ইলিশগুলো নিলামে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। 


ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ