ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​কামরাঙ্গীর চরে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৭:৪৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৭:৪৯:২৮ অপরাহ্ন
​কামরাঙ্গীর চরে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ​সংবাদচিত্র : সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীর চরের ঝাউচর ও নয়াগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (১৮ ডিসেম্বর) কামরাঙ্গীর চরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় অভিযান শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা-বাবার দোয়া অ্যালুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়। এসময় ৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া ২৪০ ফুট এমএস পাইপ, ৭টি বার্নার, ১টি কম্প্রেসর মেসিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ১ সেট আর এম এস জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন  পিএলসি, ধানমন্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ