ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেওয়া হবে না : দুদক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৭:৩৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৭:৩৭:৪১ অপরাহ্ন
​দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেওয়া হবে না : দুদক
অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি আনুকূল্য দেখাবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত কোনো আমলাকে রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দুদক।
বুধবার (১৮ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এতে বলা হয়, টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এ পরিপ্রেক্ষিতে কমিশন এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ট অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা কোনো ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ