ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে মস্কো থেকে বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৬:৫৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৬:৫৫:১৬ অপরাহ্ন
​গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে মস্কো থেকে বহিষ্কার
বাংলা স্কুপ, ১৩ সেপ্টেম্বর ২০২৪: 
গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোতে অবস্থিত ছয় বৃটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এফএসবি জানিয়েছে, তাদের কাছে এমন নথি আছে, যেখানে লন্ডনের ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিভাগ পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার জন্য নির্দিষ্ট একটি দলকে ‘রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন ও উসকে দেয়ার’ দায়িত্ব দেয়া হয়েছিল। যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত হয়। 

বিবৃতিতে এফএসবি বলেছে, ‘প্রকাশিত তথ্যগুলো রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ব্রিটিশ অধিদপ্তর থেকে মস্কোয় পাঠানো কূটনীতিকদের কার্যকলাপ বিবেচনা করে এমন ধারণা পাওয়া গেছে। এ প্রসঙ্গে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের দেয়া নথির ভিত্তিতে এবং লন্ডনের গৃহীত অসংখ্য অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্রিটিশ দূতাবাসের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিয়েছে। দূতাবাসের রাজনৈতিক বিভাগের ছয় সদস্যের কূটনীতিক স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। তাদের কর্মকাণ্ডে গুপ্তচরবৃত্তি ও নাশকতার লক্ষণ পাওয়া গেছে।’

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মস্কোর এ সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাজ্যের সরকার এখনও কোনো মন্তব্য করেনি। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া হবে কিনা সে বিষয়ে বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বৈঠক হওয়ার কয়েক ঘণ্টা আগে মস্কো এই ঘোষণা দিল।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ