রাখাইন নারীর সংবাদ সম্মেলন
যুবদল নেতার বিরুদ্ধে ২৫০ মণ ধান লুটের অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১২-২০২৪ ০৫:৫৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৪ ০৫:৫৩:০১ অপরাহ্ন
বাংলা স্কুপ
কুয়াকাটায় এক রাখাইন নারীর সাড়ে ৭ একর জমির প্রায় ২৫০ মণ ধান লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে মহিপুর থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক মো. আলী আক্কাসের বিরুদ্ধে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন লুমা রাখাইন।
লিখিত বক্তব্যে রাখাইন লুমা বলেন, আমার বাবার কাছ থেকে পাওয়া এবং আমার ভাইয়ের কাছ থেকে ক্রয় করা কুয়াকাটার খাজুরা মৌজার ৭.১৮ একর কৃষি জমি ভোগদখল করে আসছিলাম। এ জমি দখলে অভিযুক্তরা পায়তারা করে আসছিল। আগে মিথ্যা মামলাও করেছে। ৫ আগস্টের পরে এই ভূমিদস্যুরা মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতি বছরের মতো আমার বর্গাচাষী সকাল থেকে ধান কাটছিল। হঠাৎ করে ৩০-৩৫ জনের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বর্গাচাষিকে ধাওয়া দিয়ে সব ধান লুট করে নিয়ে যায়। এসময় ওরা সশস্ত্র অবস্থায় ছিল।
লুমা রাখাইন আরো জানান, স্থানীয় বিএনপি নেতা আক্কাস আলীর ছেলে রাব্বি হাওলাদারসহ ফিরোজ হাওলাদার, জাফর হাওলাদার, মোঃ কাদের, মোঃ জলিল মোল্লা আরও অনেকে ধান লুটে সহযোগিতা করেন। এর আগেও ধান লুট করে নেওয়ার একবার চেষ্টা করলে পুরো বিষয়টা আমি কুয়াকাটা পৌর বিএনপি এবং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের জানাই। তারা কাগজপত্র দেখে আক্কাসকে জমির কাছে যেতে নিষেধ করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। সবশেষ মঙ্গলবার আমার ধান লুট করে নেয়। তিনি এ ঘটনার প্রতিকারসহ বিচার দাবি করেন।
তবে এ বিষয়টি অস্বীকার করে যুবদলের নেতা আলী আক্কাস বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে বিএনপির লোকজন ষড়যন্ত্র করছে। আমরা কখনো এই সম্পত্তি ভোগদখল করিনি। আর ধান লুটের বিষয়ে আমি কিছু জানি না।
মহিপুর থানা যুবদলের আহব্বায়ক মো. সিদ্দিক মোল্লা বলেন, আমি বিষয়টি এখনো জানি না। তবে এই অভিযোগ যদি সত্যি হয় তা হলে সাংগঠনিকভাবে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিবো। কারণ সন্ত্রাস বা লুটকারীদের জায়গা দলে নেই।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স