ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৪৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৭:৩৯:০৭ অপরাহ্ন
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন,  নিয়ন্ত্রণে ৭ ইউনিট ​সংবাদচিত্র : সংগৃহীত
রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায় বলে জানিয়েছেন সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম। 
তিনি বলেন, বিকাল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যানজটের কারণে রাস্তায় আটকে আছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে।
মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ