বৃহস্পতিবার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন
কায়রো পৌঁছেছেন ড. ইউনূস
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১২-২০২৪ ০৫:১৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৪ ০৬:৫৮:১৭ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মিসর পৌঁছেছেন। ডি-৮ সম্মেলনে যোগ দিতে বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় মিসরের রাজধানী কায়রোতে পৌঁছান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিসরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন বলে জানিয়েছেন তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
তিন জানান, অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন।
গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতকালে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
দুইদিনের এই সফরকালে প্রধান উপদেষ্টা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দিবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিশরের রাজধানীতে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স