ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​নাচোলে ছুরিকাঘাতে দুজন নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৩:০২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৩:০২:৩০ অপরাহ্ন
​নাচোলে ছুরিকাঘাতে দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছুরিকাঘাতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে।  
নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। আহত চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আহত চারজনের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।  
নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ