ইজতেমা ময়দানে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১২-২০২৪ ০২:২৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৪ ০২:২৪:৪৪ অপরাহ্ন
টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আহত অবস্থায় তাদের আনা হলে ঢামেকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- ফয়সাল (১৮), অজ্ঞাত (৬০), নুর ইসলাম (৪২), অজ্ঞাত (৫২), খোরশেদ আলম (৫০), আলাউদ্দিন (৩৫), সাদ (২০), সালাউদ্দিন (৫০), আলম (৫০), আব্দুল্লাহ (৫০), ফোরকান (২৫), নুরুল হাকিম (৩০), মো. সাইফুল (৩৮), আশরাফ (৩৫), রিশাদ (৩০), আলী হোসেন (৩৫), আ. বাতেন (৬০), ফয়সাল (১৯), আব্দুল্লাহ (২১), মাহমুদুল হাসান (৩৫), সাঈদ (৪০), আবু হানিফ (৩৫), ইউসুফ (২৮), আনোয়ার (৫০), খলিলুর রহমান (৪৩), অজ্ঞাত (৬০), সালাউদ্দিন (৫৫), আব্দুল্লাহ (৬০), কামরুজ্জামান (৪৫), সাদ (২০), অজ্ঞাত (৫০), অজ্ঞাত (৫০), অজ্ঞাত (৫০), সালাউদ্দিন (৬৫)।
তাদের মধ্যে সাতজনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা হলেন, ফয়সাল (১৮), অজ্ঞাত (৫০), আব্দুল হান্নান (৬০), নুর ইসলাম (৪২), সিয়াম (২৪), রিশাদ (৩০), অজ্ঞাত (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ থেকে এখন পর্যন্ত ঢামেকে আহত হয়ে ৪০ জন এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় একজন বেলাল নামের একজন মারা গেছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স