২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে: আসিফ নজরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১২-২০২৪ ০২:১৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৪ ০২:১৪:০৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আগের সময়ের তুলনায় রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে বেশি পছন্দ করেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল এই ইসলামী ব্যাংকগুলোকেই। ছয়টি ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় ব্যবসায়িক গ্রুপ। একটা চেক দিলে সেটি অনার করতে পারে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করা হয়েছিল। এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।’
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স