ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কী বার্তা নিয়ে ঢাকা আসছেন ডোনাল্ড লু?

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৯-২০২৪ ০৫:৫৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৪ ০৬:৪৮:২২ অপরাহ্ন
কী বার্তা নিয়ে ঢাকা আসছেন ডোনাল্ড লু? ​ডোনাল্ড লু। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১৩ সেপ্টেম্বর ২০২৪: 
তিনদিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

তবে লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না। তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। জানা গেছে, এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। 

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে। এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন।

তিনি আরও বলেন,  আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে। এ ছাড়া বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়, তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন।

ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ