নবায়নযোগ্য জ্বালানিকে বিদ্যুতের প্রধান উৎস বানানোর পরিকল্পনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১২-২০২৪ ০১:০২:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১২-২০২৪ ০১:০২:১৬ অপরাহ্ন
কয়লা ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনে কাজ করছে জাপান। এ লক্ষ্যে ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিকে প্রধান বিদ্যুৎ উৎস বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। জাপানের সরকার নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সৌর ও বায়ু নির্ভর বিদ্যুৎ উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশে উন্নত করবে, যা গত বছর ছিল ২৩ শতাংশ। সম্প্রতি ফ্রি মালয়েশিয়া টুডে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০১১ সালে ফুকুশিমা দাইইচি পরমাণু দুর্ঘটনার তেরো বছর পর, এআই ও চিপ কারখানার জন্য ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতেও পরমাণু শক্তি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলেছেন দেশটি সরকার।
নতুন জ্বালানি পরিকল্পনায় ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ৩০ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আর পারমাণবিক শক্তি, যা বর্তমানে দেশটিতে প্রায় ৮ দশমিক ৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত হচ্ছে, তা ২০৪০ সালের মধ্যে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পূর্বাভাস করা হয়েছে। এর মূল কারণ জাপান ২০১১ সালের ফুকুশিমা দুর্ঘটনার পর, পারমাণবিক চুল্লিগুলো আবার চালু করেছে দেশটি।
এ হিসাবে ২০৪০ সালের মধ্যে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন ১০ থেকে ২০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে জাপান।বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন রাশিয়ার সংঘাত ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার মতো ভূ-রাজনৈতিক বিষয়গুলোর কারণে নবায়নযোগ্য ও পারমাণবিক জ্বালানির দিকে ঝুঁকছে জাপান।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স