ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​১৫ দিন আগেই মিলবে আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৯:৫৬:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৯:৫৬:৫৮ অপরাহ্ন
​১৫ দিন আগেই মিলবে আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস
আবহওয়া পূর্বাভাসের নতুন মডেল আনতে যাচ্ছে গুগল। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ গুগল ল্যাব জানিয়েছে, নতুন এই মডেল অত্যন্ত নিখুঁতভাবে ও দ্রুততার সঙ্গে ১৫ দিন আগে আবহাওয়ার পূর্বাভাস জানাতে পারবে।
গুগলের “ডিপমাইন্ড” দল চলতি সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটি পূর্ণাঙ্গ এআই মডেল উন্মোচন করেছে। নতুন এই মডেলের নাম রাখা হয়েছে “জেনকাস্ট”।
লন্ডনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষাগার গুগলের “ডিপমাইন্ড” দল একটি ব্লগ বার্তায় নতুন মডেলের পেছনের প্রযুক্তির ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়েছে, ভবিষ্যতের আবহাওয়ার পরিস্থিতি কেমন হবে, তা বিভিন্ন উৎস থেকে নেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রায় সঠিক পূর্বাভাস দিতে পারে।
ডিপমাইন্ড জানিয়েছে, জেনকাস্টকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন আবহাওয়ার ডেটার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ২০১৯ সালে আবহাওয়ার পূর্বাভাস তুলনায় দেখা যায়, জেনকাস্ট ৯৭.২% সঠিক পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের জেনকাস্ট বর্তমানে বিশ্বে সবচেয়ে উন্নত মডেলের চেয়েও ভালো মানের পূর্বাভাস দক্ষতা প্রদর্শন করেছে।
বর্তমানে নির্ভুল আবহাওয়ার পূর্বাভাসের মানদ- হিসেবে দেখা হয় ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসকে (ইসিএমডব্লিউএফ)। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের ৩৫টি দেশকে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে।
তবে গুগলের ডিপমাইন্ড বলছে, নিখুঁত পূর্বাভাসের দিক থেকে ইসিএমডব্লিউএফ মডেলকে ছাড়িয়ে গেছে জেনকাস্ট। অন্য আবহাওয়া মডেলের তুলনায় জেনকাস্ট প্রতিদিনের আবহাওয়া ও চরম ঘটনা উভয়েরই দুর্দান্ত পূর্বাভাস দিতে পারে। এ ক্ষেত্রে ১৫ দিন আগেই পূর্বাভাস পাওয়া যেতে পারে।
জেনকাস্টের আবহাওয়ার মডেলকে চার দশকের তাপমাত্রা, বাতাসের গতি, চাপ প্রভৃতি তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ১৯৭৯ থেকে ২০১৮ সালের তথ্য ব্যবহার করা হয়েছে। এতে মাত্র ৮ মিনিটে ১৫ দিন আগেই সঠিক পূর্বাভাস বের করে আনা সম্ভব।


বাংলাস্কুপ/ ডেস্ক/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ