ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৭:৪৯:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৮:৫৫:৫৪ অপরাহ্ন
​মোদির বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ ​সংবাদচিত্র : সংগৃহীত
বিজয় দিবস নিয়ে নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীনতা দিবস নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে। তবে মোদির বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটি তার ব্যক্তিগত মতামত। 
এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি। এ সময় ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।
সেন্টমার্টিন প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে যুদ্ধাবস্থা চলার কারণে সেন্টমার্টিনে যাওয়া-আসার রুট সাময়িক বদল হচ্ছে। পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে

বাংলাস্কুপ/ প্র্রতিবেদক/এএইচ/এসকে

​ভারত ছিল বিজয়ের মিত্র, এর বেশি নয়: আসিফ নজরুল
​বাংলাদেশের বিজয় দিবস নিয়ে এ কী বললেন নরেন্দ্র মোদি!


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ