পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১২-২০২৪ ০৬:১১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৪ ০৬:১১:৫৪ অপরাহ্ন
আপাতত বন্ধ করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। রক্ষণাবেক্ষণের জন্য গত ৯ নভেম্বর থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট নতুন বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ করা হয়। ৭ দিন পর পুনরায় এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। খবরটি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহ মনি জিকো।
জানা গেছে, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশেই কলাপাড়ার ধানখালীতে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসবে। পার্শ্ববর্তী আমতলী উপজেলায় নির্মিত নতুন এ বিদ্যুৎকেন্দ্রের সুইচিং স্টেশনে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহমনি জিকো জানান, গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আর এখন পটুয়াখালী পাওয়ার প্লান্টের সঞ্চালন লাইন সংস্থাপনের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে। আগামি সাত দিন পর আমাদের (পায়রায়) বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, আমাদের পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সুইচিং স্টেশন নির্মাণসহ সকল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম/দ্বিতীয় সপ্তাহের দিকে আমরা পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট উৎপাদনে আসতে চাই।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স