শেখ হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-১২-২০২৪ ০৫:৪০:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৪ ০৭:১৪:২৫ অপরাহ্ন
নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের চার সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শেখ হাসিনা ছাড়া তাঁর বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাচাই বাছাই শেষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি ।
দুদক সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহ ৯টি মেগা প্রকল্পে অনিয়ম ও লুটপাটের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অন্তত ৮০ হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এ প্রতিবেদন করা হয়।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স