বঙ্গভবনে গিয়ে ফোন হারালেন মির্জা আব্বাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১২-২০২৪ ০৪:৪২:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১২-২০২৪ ০৪:৪২:০৯ অপরাহ্ন
বঙ্গভবনে মির্জা আব্বাস। ১৬ ডিসেম্বরের ছবি
রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে মির্জা আব্বাস যেখানে বসেছিলেন, তার পাশের একটি চেয়ারে মোবাইল ফোনটি রেখেছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ বিষয়ে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে জানিয়েছেন।
মির্জা আব্বাস এ বিষয়ে জানান, তিনি খাবার খাচ্ছিলেন এবং তার স্যামসাং এস-২৪ আল্ট্রা মোবাইল ফোনটি পাশে রেখেছিলেন। কিছুক্ষণ পর তিনি মোবাইল ফোনটি দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন, কিন্তু সেটি পাওয়া যায়নি। এরপর তিনি বিষয়টি সেখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনীকে জানান।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স