ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘স্ত্রী’কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো ‘পুষ্পা’!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৩:৫৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৩:৫৯:৫৯ অপরাহ্ন
‘স্ত্রী’কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো ‘পুষ্পা’! সংবাদচিত্র: সংগৃহীত
বলিউড বক্স অফিসে ‘স্ত্রী ২’-এর আয় করা সাম্প্রতিক রেকর্ড অতিক্রমের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো সদ্য মুক্তি পাওয়া ‘পুষ্পা ২: দ্য রুল’। দক্ষিণী তো বটেই তথা ভারতীয় বক্স অফিসের সব রেকর্ড ভাঙছে আল্লু অর্জুন-রাশমিকা মান্দানার সিনেমাটি। ধারণা করা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসের সকল রেকর্ড ভাঙতে চলেছে এই ফ্রাঞ্চাইজিটি।

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি ১২ দিনে ভারত থেকেই আয় করেছে ৯৩০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সন থেকেই আয় করেছে ৫৭৩ কোটি রুপি। সিনেমাটি এখন পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে আয়ের দিক থেকে ২য় অবস্থানে। এর আগে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’ আয় করেছিলো প্রায় ৫৯৮ কোটি রুপি। এই সংখ্যাটি অতিক্রম করতে ‘পুষ্পা’র খুব বেশি সময় লাগার কথা নয়। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি রেকর্ড গড়ে। প্রথমদিনেই আয় করে ১৬৪ কোটি রুপি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় ৭২৬ কোটি রুপি। ২য় সপ্তাহে আরও ১৭৫ কোটি রুপি আয় করে। মোট সংখ্যা দাঁড়ায় ৯০০ কোটি রুপির ঘরে।  

এদিকে ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘বেবি জন’। সেসময় আসা পর্যন্ত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার ১০০০ কোটি রুপি আয় করার রাস্তা পরিষ্কার।

আল্লু অর্জুনের স্টারডম, তুমুল অ্যাকশন ও গল্পের গাঁথুনি, অসাধারণ অভিনয়, মিউজিকের নৈপুণ্য, একদম গ্রাম থেকে শহর- সবধরণের দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতাই এই সিনেমার সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে।

‘পুষ্পা ২: দ্য রুল’ এর এমন সাফল্যের পর ভারতীয় ট্রেড এক্সপার্ট কমল নাথ বলেছেন, ‘‘বিগত প্রায় ৫ বছর ধরেই দক্ষিণী সিনেমা পুরো ভারতজুড়ে রাজত্ব করছে। শেষবার  ‘বাহুবলী ২’ তার কারিশমা দেখিয়েছিলো। এরপর দুই বছর হিন্দি সিনেমা ‘জাওয়ান’, ‘পাঠান’, ‘গাদ্দার’ ও ‘স্ত্রী ২’ তাদের ঝলক দেখিয়েছে। তবে আবারও ফিরে এলো দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ দিয়ে। ‘পুষ্পা’ ফ্রাঞ্চাইজিটি ভারতীয় সংস্কৃতিকেই তুলে ধরে। সেই সাথে এটি প্যান ইন্ডিয়ান সিনেমা। আল্লু অর্জুন পুষ্পা রাজ চরিত্রটি চরিত্রায়ন করেছেন রূপক অর্থে, যা শক্তি ও সাহসের প্রতীক। চরিত্রটিকে বর্তমান প্রজন্ম দারুণভাবে গ্রহণ করেছে।’’

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় শ্রীভল্লির চরিত্রে অভিনয় করেছে রাশমিকা মান্দানা। এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাহাদ ফাসিল। এছাড়াও রয়েছেন জগপতি বাবু, ধনঞ্জয় রাও রমেশ,সুনীল এবং অনসূয়া ভরদ্বাজ প্রমুখ। মাত্র ১২ দিনে সিনেমাটির বৈশ্বিক বক্স অফিসের আয় ১৩০০০ কোটি ছাড়িয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ