ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​১৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৮:৪৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৮:৪৩:৫৩ অপরাহ্ন
​১৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ​সংবাদচিত্র : সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে ১৩৫ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন। প্রথমে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের মধ্যে প্রাইজমানি বিতরণ করা হয়। 
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।   
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমদ প্রধান অতিথি ও ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. ফুয়ারা খাতুন স্বাগত বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল ইভান ও সহকারী কমিশনার নুসরাত নওশীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ও ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বক্তব্য দেন। 
এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের মূল কর্মসূচি শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারাসহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমদ বলেন, অত্যাচারের মাত্রা যখন বাড়ে, তখন সে এটাকে নিজের সফলতা বলে মনে করে। একই সঙ্গে অত্যাচারের মাত্রা যখন বাড়ে, তখন মানুষের প্রতিরোধের আকাঙ্খাও বাড়ে। এখান থেকেই জম্ম নেয় মুক্তিযুদ্ধ। 
ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, পৃথিবীর যত পরিবর্তন, যত ইতিহাস সবকিছুতেই ছাত্ররা জড়িত। জুলাই-আগস্টের অভ্যুত্থানে ছাত্ররা জেগে উঠে বিজয় এনে দিয়েছে। গুম, খুনের বিরুদ্ধেও তারা লড়াই করেছে। মুক্তিযোদ্ধারা সজাগ হতে হবে। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে তাদেরকে এদেশ উন্নতি করতে হবে।  
সূত্র : বাসস। 

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ