ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​টানা শৈত্যপ্রবাহে জর্জরিত উত্তরবঙ্গ

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০১:৫২:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৪:১৫:২২ অপরাহ্ন
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে ​সংবাদচিত্র : সংগৃহীত
উত্তরের জেলা পঞ্চগড়ে টানা চারদিন ধরে রাতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি।
এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে চারদিন ধরে সকালেই সূর্যের মুখ দেখা গেছে। সোমবার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পরে চারদিক। দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ২ ডিগ্রি। প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়ে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ