রিমান্ড শেষে মেনন, ইনু, পলক ও আব্দুল্লাহ আল মামুন কারাগারে
আপলোড সময় :
১২-০৯-২০২৪ ০১:০১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৯-২০২৪ ০১:০১:৩৯ অপরাহ্ন
রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১২ সেপ্টেম্বর ২০২৪:
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আসামিদের পক্ষের আইনজীবী আব্বাস উদ্দীন ও ফারজানা ইয়াসমিন জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাসানুল হক ইনুকে ৩ দফায় ১৬ দিন, মেননকে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে, পলককে ৩ দফায় ২৩ দিনের এবং মামুনকে ৮ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছিল।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স