জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১২-২০২৪ ০১:৩৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১২-২০২৪ ০১:৩৫:১৮ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স