বিজয়ের দিনে নতুন বিজয়
লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরল টাইগাররা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১২-২০২৪ ০১:২৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১২-২০২৪ ০১:২৭:৫৪ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
মহান বিজয় দিবসের আনন্দকে আরও রাঙিয়ে দিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরল টাইগাররা। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে লিটন বাহিনী।
সোমবার (১৬ ডিসেম্বর) সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ১৪০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে টানটান উত্তেজনার ম্যাচে ৭ রানের জয় পায় টাইগাররা।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রান করে আউট হন ক্যারিবিয়ান ওপেনার ব্যান্ডন কিং। এরপর স্বাগতিকদের বিপাকে ফেলেন শেখ মাহেদী। নিকোলাস পুরান (১), জনসন চালর্স (২০), অ্যান্দ্রে ফ্লেচার (০) এবং রস্টোন চেজকে ৭ রানে আউট করে নিজের চতুর্থ উইকেট তুলেন মাহেদী।
মুদাকেশ মতি ৬ রান করে আউট হলে দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রভম্যান পাওয়েল। ১৫তম ওভারে তাসকিনের বলে ৩ ছক্কাও মারেন। যার সুবাদে ২৯ বলে ফিফটি তুলে নেন এই ক্যারিবিয়ান অধিনায়ক।
শেষ ওভারে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। তৃতীয় বলে পাওয়েল ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম বলে আলজারি জোসেফ বোল্ড আউট হলে ১৪০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। এতে ৭ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন শেখ মাহেদী। এ ছাড়াও তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ১১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলে ডাক আউট হন লিটন দাস। এরপর ৮ রান করে আফিফ আউট হলে দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। জাকের আলীর ২৭ বলে ২৭, সৌম্যর ৩২ বলে ৪৩, মাহেদীর ২৬ ও শামীমের ১৩ বলে ২৭ রানের ওপর ভর করে ১৪৭ রান তোলে টিম বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ওবেদ ম্যাকয় ও আখিল হোসেন। এ ছাড়াও রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ একটি করে উইকেট শিকার করেন।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স