বিজয় দিবসে মাঠে নামবেন লিপু-বাশার-রাজ্জাকরা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১২-২০২৪ ০৬:০৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১২-২০২৪ ০৬:০৫:৪০ অপরাহ্ন
মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে ১৬ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচ। মুক্তিযুদ্ধে শহীদ দুই ক্রিকেট সংগঠক মুশতাক ও ক্রিকেটার জুয়েলের নামে দুটি দলে ভাগ হয়ে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটাররা। ম্যাচটি আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচটি ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ম্যাচে মুশতাক একাদশের অধিনায়কত্ব করবেন দেশের প্রথম অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে শহীদ জুয়েল একাদশের নেতৃত্ব দেবেন রকিবুল হাসান।
মুশতাক একাদশে দেখা যাবে এক ঝাঁক অভিজ্ঞ সাবেক ক্রিকেটারকে। লিপুর নেতৃত্বাধীন দলে আছেন সাবেক নির্বাচক ও খেলোয়াড় আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার। দলের হয়ে খেলবেন আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হোসেন অপিসহ আরও অনেক তারকা।
অন্যদিকে, শহীদ জুয়েল একাদশের নেতৃত্বে থাকবেন রকিবুল হাসান। এই দলে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। দলে আরও আছেন খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম গোল্লাসহ অভিজ্ঞ ক্রিকেটাররা।
মুক্তিযুদ্ধের স্মৃতিকে সম্মান জানিয়ে বিসিবির এই উদ্যোগ শুধু একটি ম্যাচ নয়, বরং এটি হতে যাচ্ছে দেশের ক্রিকেট ইতিহাসের এক নস্টালজিক পুনর্মিলনী। সাবেক তারকাদের নিয়ে এই প্রদর্শনী ম্যাচ ক্রিকেটপ্রেমীদের মনে বিজয় দিবসের আনন্দকে আরও গভীর করবে।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স