ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​শেখ হাসিনার আমলে মূল্যস্ফীতির পরিসংখ্যান বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৪:২১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৪:২১:২৪ অপরাহ্ন
​শেখ হাসিনার আমলে মূল্যস্ফীতির পরিসংখ্যান বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ ​ফাইল ফটো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির পরিসংখ্যান বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীতে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে সাধারণ মানুষকে সঠিক পরিসংখ্যান জানতে দেওয়া হয়নি। মূল্যস্ফীতির প্রকৃত চিত্র বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার মূল্যস্ফীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।
কর্মশালায় অংশ নেওয়া অর্থনীতিবিদরা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের অদূরদর্শী নীতি এবং অব্যবস্থাপনার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তবে সে সময় এই পরিস্থিতির জন্য দায় চাপানো হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক সংকটের ওপর।
তারা আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে সরবরাহ বাড়ানো এবং বাজার পর্যবেক্ষণ জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ