ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সেচের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৩:১১:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৩:১১:২৯ অপরাহ্ন
​সেচের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ ​ফাইল ফটো
সেচের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিদ্যুৎ বিভাগ সমন্বয়-২ শাখার সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং : ২৭.০০.০০০০.০৫২.০৭.০০১.২২.৬৩০) সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ কথা জানানো হয়। 
পত্রে বলা হয়, সেচের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা প্রদান করতে হবে। এছাড়া সেচের সময় অতিরিক্ত সেচ (Over Irrigation) বন্ধ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রম বিদ্যুৎ বিভাগকে অবহিত করতে হবে।
এছাড়াও বিদ্যুৎ বিভাগের সকল প্রতিষ্ঠানের অফিসের ছাদসহ অফিস চত্বরের অন্যান্য ব্যবহারযোগ্য স্থানে সোলার প্যানেল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ