বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-১২-২০২৪ ০৬:৩১:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৪ ০৬:৩১:৫৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা যায়নি। তবে এখনো প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করার সুযোগ আছে।
তিনি বলেন, জহির রায়হানের ডকুমেন্টারি ও তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য উন্মোচন করা গেলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য জানা যেতো।
পাকিস্তানিদের আত্মসমর্পণের প্রস্তুতির সময় দেশকে পদানত করতে একটি গোষ্ঠী বুদ্ধিজীবীদের হত্যা করেছে বলেও জানান জামায়াত নেতা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুযোগ হিসেবে নিয়েছিলো ভারত।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াত সেক্রেটারি এসব কথা বলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স