জুলাইয়ের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের পথ ধরেই হয়েছে: আসিফ নজরুল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৪-১২-২০২৪ ০১:৩৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১২-২০২৪ ০৫:০৭:২৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
জুলাইয়ের গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের পথ ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন করে রাষ্ট্র গঠনের যে সুযোগ আবার এসেছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধরা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এসে তাদের কথা মনে পড়েছে।
আইন উপদেষ্টা বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স