সরানো হলো ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে
আপলোড সময় :
১১-০৯-২০২৪ ০৮:২২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৪ ০৮:২২:৫৮ অপরাহ্ন
সাবিরুল ইসলাম ও জাকির হোসেন। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১১ সেপ্টেম্বর ২০২৪:
ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।”
এ দুই কর্মকর্তা অতিরিক্ত সচিব পদপর্যাদার।
সাবিরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন। আর একই ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা মো. জাকির হোসেন ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি চাকরিতে যোগ দেন।
সারা দেশে আটটি বিভাগে অতিরিক্ত সচিব পদমর্যাদার আট বিভাগীয় কমিশনার রয়েছেন। অন্যদেরও শিগগিরই সরিয়ে দেওয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স