কবি হেলাল হাফিজের প্রথম জানাজা শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কবির বড় ভাই দুলাল এ হাফিজ এ তথ্য জানান।
তিনি জানান, বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
হেলাল হাফিজকে স্মরণ করে তার ভাই বলেন, সে তো কবিতার মানুষ। জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। প্রেসক্লাবের পাশেই একটি হোটেল কক্ষে একাকী থাকত সে। আমরা তাকে বাসায় নিয়ে রেখেছিলাম। কিন্তু সে থাকেনি। অসুস্থ হয়েছিল, তখন হাসপাতালে চিকিৎসা করিয়েছি। সুস্থ হয়ে আবার হোটেলেই থাকা শুরু করে।
কোভিড পরবর্তী সময় থেকে হেলাল হাফিজ শাহবাগের সুপার হোস্টেলে থাকতেন জানিয়ে দুলাল হাফিজ বলেন, ‘এখানেও সে অসুস্থ হয়ে পড়েছিল। পরে তাঁকে সবাই হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে। কিন্তু সে হোস্টেলেই থাকত।’
এর আগে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
কবি হেলাল হাফিজ ছিলেন তারুণ্যের শক্তি : প্রধান উপদেষ্টা
কবি হেলাল হাফিজ আর নেই