ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে গুগল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০৭:৪৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০৭:৪৯:১১ অপরাহ্ন
​‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে গুগল
এবারও বছরের ট্রেন্ডিং সব অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। এতে উঠে এসেছে এ বছর গুগলে সার্চ করা সবচেয়ে বেশি গেইম, লাইফ স্টাইল, পার্ক ও জাদুঘরের নাম।
প্রকাশিত তথ্য অনুসারে, এ বছর গুগলে সার্চ করা গেইমিং তালিকার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক টাইমসের ‘কানেকশনস’ গেইম। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিকে থাকার খেলা ‘পালওয়ার্ল্ড’।
গুগলের লাইফ স্টাইল তালিকার শীর্ষে ছিল বিভিন্ন ধরনের খাবারের রেসিপি ও পানীয়। সবচেয়ে বেশি সার্চ হয়েছে ‘অলিম্পিক চকোলেট মাফিনে’র রেসিপি।
গুগল ম্যাপস-এ সার্চ করা বিশ্বের বিভিন্ন পার্কের তালিকায় শীর্ষে রয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পার্ক ‘সেন্ট্রাল পার্ক’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা শহরের ‘রিজাল পার্ক’।
এদিকে গুগল ম্যাপস-এ সার্চ করা শীর্ষ জাদুঘরের তালিকায় রয়েছে যুক্তরাজ্যের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম।
চলুন, চোখ বুলিয়ে নেওয়া যাক তালিকাটিতে-

# গেইম
● কানেকশনস
● পালওয়ার্ল্ড
● ইনফিনিটি ক্রাফট
● স্প্রুনকি
● হেলডাইভারস ২

# লাইফ স্টাইল
● অলিম্পিক চকোলেট মাফিন
● তাংঘুলু
● তিন্নির রেসিপি ‘ম্যাক অ্যান্ড চিজ’
● আমের আচার
● দুবাইয়ের চকোলেট বার

# পার্ক
● নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক
● ফিলিপিন্সের রিজাল পার্ক
● জাপানের ওহোরি পার্ক
● স্পেনের পার্ক গুয়েল
● জাপানের ওদোরি পার্ক

# জাদুঘর
● ব্রিটিশ মিউজিয়াম
● ব্রাজিলের ‘মিউজিয়াম অফ আর্ট অফ সাও পাওলো অ্যাসিস চ্যাটেউব্রিয়ান্ড’
● যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘বিজ্ঞান ও শিল্প জাদুঘর’
● মেক্সিকোর ‘মিউজিও ন্যাসিওনাল ডি অ্যান্ট্রোপোলজিয়া’
● স্পেনের মাদ্রিদ শহরের ‘মিউজিও ন্যাসিওনাল দেল প্রাদো’

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবাশার/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ