ভয়েস অব আমেরিকার পরিচালক হিসেবে ক্যারিকে বেছে নিলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-১২-২০২৪ ০৭:৪০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১২-২০২৪ ০৯:৩৫:৫০ অপরাহ্ন
ভয়েস অব আমেরিকার পরিচালক হিসেবে রাজনীতিক ও অ্যারিজোনার সাবেক সাংবাদিক ক্যারি লেইককে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সাইট ‘ট্রুথ সোশাল’ এ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বুধবার এ ঘোষণা দিয়েছেন।
তিনি লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ক্যারি লেইক আমাদের ভয়েস অব আমেরিকার পরবর্তী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
“তিনি আমাদের ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার নতুন প্রধানের সঙ্গে কাজ করবেন। নতুন প্রধান কে হবেন, তার নাম আমি শিগগিরই ঘোষণা করব।”
নভেম্বরের নির্বাচনে ক্যারি লেইকও অংশ নিয়েছিলেন। তবে অ্যারিজোনা থেকে সেনেটের আসনে জয়ী হতে পারেননি তিনি।
ক্যারিকে মনোনীত করার বিষয়ে ট্রাম্প লিখেছেন, অ্যারিজোনার সবার প্রিয় সংবাদ উপস্থাপক ক্যারি গত ২০ বছর ধরে সবসময় ব্যাপক সমর্থন জুগিয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত ভয়েস অব আমেরিকার এর প্রধান হিসেবে ক্যারি লেইককে ট্রাম্পের পছন্দ করার কারণ হিসেবে রয়টার্স লিখেছে, ক্যারি লেইক নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিতি। এক সময় ফক্স নিউজে নিয়মিত উপস্থাপনাও করেছেন তিনি।
অ্যারিজোনার গভর্নর পদে লড়তে ২০২১ সালে সাংবাদিকতায় ইতি টানেন লেইক। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে ২৭ বছর কাজ করেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবাশার/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স