ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সেই ইউএনওকে গাইবান্ধায় বদলি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০৭:২৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০৭:২৬:২০ অপরাহ্ন
​সেই ইউএনওকে গাইবান্ধায় বদলি
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে বদলি করা হয়েছে। গত বুধবার (১১ ডিসেম্বর) স্বাক্ষরিত জেলা প্রশাসনের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন তিনি।
এ বিষয়ে আল মামুন শুক্রবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমকে জানান, সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে পেয়েছেন। রাতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেব।
‘আওয়ামী লীগ ফিরে আসবে’- এমন মন্তব্য করা নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন সদরপুরের ইউএনও আল মামুন। গত বুধবার (১১ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
সেই ধারাবাহিকতায় আল মামুনকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলো।জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার ১১ ডিসেম্বর স্বাক্ষরিত  চিঠিতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে আল মামুনকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১–১২–২০২৪ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো। তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিনের নিকট হস্তান্তর করবেন।’  

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবাশার/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ