ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল সাবিনারা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০৭:১৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০৮:৫৫:২৮ অপরাহ্ন
​ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোল সাবিনারা ​ফাইল ফটো
নারী ফুটবলের হালনাগাদ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে সাবিনা খাতুনদের অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯–এ ছিল বাংলাদেশ।
বর্তমান র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের। সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‌্যঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।
২০২৪ সালের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে।
বাংলাদেশ নারী ফুটবল দলের এযাবৎকালের সেরা র‌্যাঙ্কিং ১০০, ২০১৭ সালে। সর্বশেষ তিন বছরেই বাংলাদেশ নারী ফুটবল ১৪০ নম্বরে থেকে ডিসেম্বর শেষ করেছিল।
অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের ম্যাচে ভারতকে হারায় ৩-১ গোলে। সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতেন সাবিনারা।  সাফ অঞ্চলের টানা দুই শ্রেষ্ঠত্বের পর এখন এশিয়ান পর্যায়ে চোখ বাংলাদেশের নারী ফুটবলের।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবাশার/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ