ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১২-২০২৪ ০৩:৩৬:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১২-২০২৪ ০৭:১৯:৪০ অপরাহ্ন
​সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ​সংবাদচিত্র : সংগৃহীত
পৌষের আগেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৪ ডিগ্রিতে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সময়ের সঙ্গে এটি আরও কমতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস।
সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে পুরো পঞ্চগড় জেলা। হিমশীতল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় জনজীবনে স্থবিরতা নেমে আসে। আগের দিন বিকেল থেকে উত্তরের হিমেল হাওয়া বইতে থাকে আর রাতে শিশির পড়ে। শিশিরে রাস্তাঘাট, টিনের চালা, ফসলি জমি ভিজে যায়। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা সাতটার পরে হাট বাজার রাস্তাগুলোতে লোকসমাগম কমতে থাকে। দিনের বেশিরভাগ সময়ে হেডলাইট জ্বালিয়ে যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। তবে সকাল সাড়ে ৯টার পরে সূর্যের আলো ছড়াতে থাকে।
প্রতিবছরের ন্যায় এবারও শেষ শীতের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রার যে রেকর্ড সেটিও পঞ্চগড়ে তেতুলিয়ায় করা হয়। বিকেল হলেই শহর থেকে থেকে গ্রামগঞ্জে অসহায় মানুষজনকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।
অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা শীতবস্ত্রের জন্য ছুটছেন সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে। এখনো তেমনভাবে শীতবস্ত্র বিতরণ হয়নি।সরকারি বেসরকারিভাবে কয়েকটি স্থানে শীত বস্ত্র প্রদান করা হলো চাহিদা তুলনায় অপ্রতুল।
তেতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ দেশের মধ্যে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা আরও কমতে পারে।
পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, প্রত্যেক উপজেলায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। শীত মোকাবেলায় জেলায় শীত বস্ত্র কেনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগনকে টাকা প্রদান করা হয়েছে। শীত মোকাবেলায় সকল রকম প্রস্তুতি রাখা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ