নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন হাসিনা : সারজিস
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-১২-২০২৪ ০৩:১৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১২-২০২৪ ০৪:০০:০৪ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
পতিত শেখ হাসিনার সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে উল্লেখ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, হাসিনা নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন। কিন্তু উত্তরবঙ্গের রাস্তা হয়নি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীত সমাবেশে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উত্তরের জনপদের সরকারি আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছিলেন। অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও সমন্বয়করাও।
সারজিস বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবকে ভুলতে বসেছি। এখনও খুনির নামের স্লোগান হয়, এখনও সিন্ডিকেট চলছে। একটা শ্রেণী চাঁদাবাজি করছে।’
নিজের স্বার্থে একটা গোষ্ঠী তদবির করছে, দেশের চিন্তা করছে না দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘চব্বিশের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম।
সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবই সজাগ থাকতে হবে।’
রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্থান থেকে ফ্যাস্টিটদের দোসরদের সরিয়ে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিকদের বসানোর আহ্বান জিানিয়েছেন নূরুল ইসলাম বুলবুল
পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স