দোহারে কুকুরের কামড়ে আহত শতাধিক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১২-২০২৪ ০১:১৭:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১২-২০২৪ ০১:১৭:১০ অপরাহ্ন
প্রতীকী ছবি
ঢাকা জেলার দোহার উপজেলায় গত ১৫ দিনে কুকুরের কামড়ে ১০৫ জন আহত হওয়ার ঘটনা ঘটছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে প্রত্যেকটি ইউনিয়ন ও দোহার পৌরবাসী।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, গত ১৫ দিনে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই চিকিৎসক।
এদিকে দোহার নবাবগঞ্জে ব্যাপক অংশে বেওয়ারিশ কুকুর রয়েছে যা নিয়ে বিপাকে রয়েছেন এ অঞ্চলের মানুষেরা। কখন কোন সময় স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে কামড়িয়ে আহত করেন। যা নিয়ে আতঙ্কে আছেন মানুষ।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স