ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​শীতে আমার একটাও প্রেমিক নেই: শ্রীলেখা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-১২-২০২৪ ০১:১৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১২-২০২৪ ০১:১৪:৫৩ অপরাহ্ন
​শীতে আমার একটাও প্রেমিক নেই: শ্রীলেখা
দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে আক্ষেপ তুলে ধরেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল। শীতের ভালো ভালো জামা কাপড় পরে আছে কিন্তু ঘুরতে যাওয়ার সঙ্গী নেই।’
কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্টও করেন অভিনেত্রী। শ্রীলেখা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তার সাবেক স্বামী শিলাদিত্য সান্যালের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঐশীকে। 
ঐশীর ভালো নাম মাইয়া। মেয়ের জন্মদিনে অভিনেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে। প্রসঙ্গত, শ্রীলেখা এবং শিলাদিত্য আর একসঙ্গে নেই। তাদের ২০১৩ সালেই বিবাহ বিচ্ছেদ হয়।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ