ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​নরওয়ে বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে : রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৭:৫৪:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৭:৫৪:১০ অপরাহ্ন
​নরওয়ে বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে : রাষ্ট্রদূত
বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বলেছেন, তার দেশ বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে। নরওয়ের রাষ্ট্রদূত বুধবার ( ১১ ডিসেম্সবর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
বৈঠকে রাষ্ট্রদূত উল্লেখ করেন যে দুই দেশ তাদের মধ্যকার দীর্ঘ দিনের সম্পর্ক ধীরে ধীরে উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্য কেন্দ্রিক অংশীদারিত্বের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বাংলাদেশে টেলিনরের উল্লেখযোগ্য উপস্থিতির কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরো বাণিজ্যিক অংশীদারিত্বের আশা প্রকাশ করেন। 
দুই দেশের মধ্যকার  ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের সমর্থনকে স্বাগত জানান। তিনি বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া, শাসন ও অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে জোর দেন। 
বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব বিবেচনা করে উপদেষ্টা কার্যকর ‘ওয়ান স্টপ সার্ভিস’সহ একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সরকারের চলমান প্রচেষ্টার আলোকে বাংলাদেশে আরও বেশি নরওয়েজিয়ান বিনিয়োগের আহ্বান জানান।
তৌহিদ হোসেন বাংলাদেশের অর্থনীতিকে প্রাণবন্ত উল্লেখ করেন এবং আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি এবং ইলেক্ট্রনিক্সসহ সম্ভাব্য অন্যান্য খাতে বিনিয়োগের পরামর্শ দেন।  
মানবাধিকার ইস্যুতে উপদেষ্টা পূর্বের তুলনায় অনেক বেশি সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের  প্রতিশ্রুতি ও আন্তরিক প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।  
পরারাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান বাংলাদেশ গত আগস্টে আন্তর্জাতিক গুম প্রতিরোধ ও সুরক্ষা সনদে অনুস্বাক্ষর করেছে এবং সদ্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ