ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​ইসলামকে ক্ষমতায় নিতে চাই: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৭:০৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৭:০৪:০৮ অপরাহ্ন
​ইসলামকে ক্ষমতায় নিতে চাই: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে।অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের ওপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।  
বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে কেন্দ্রীয় মজলিসে শূরা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মজলিসে শূরার সভা সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রকৌশলী আশরাফুল আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমি মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, আল্লামা আবদুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও উপদেষ্টা পরিষদ সদস্য ড. মাওলানা মোশতাক আহমাদ।  
১১ সদস্যের প্রেসিডিয়ামে আছেন- মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, অধ্যক্ষ  মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল,মাওলানা আব্দুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা হাফেজ নেয়ামতুল্লাহ আল ফরিদী ও অধ্যাপক মাহবুবুর রহমান।  
১৫ সদস্যের উপদেষ্টা পরিষদে আছেন, শরীয়াহ বিষয়ক উপদেষ্টা হজরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দ্বিপী, মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, মাওলানা ড: মোশতাক আহমাদ, তথ্য বিষয়ক উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খাঁন নদভী, মহিলা ও পরিবার কল্যাণ বি: উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, অধ্যাপক ডা. মুহাম্মদ জহুরুল হক প্রমুখ। 
৫১ সদস্যের কেন্দ্রীয় মজলিসে আমেলায় আছেন - আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই,  নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম,হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহা: আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন,প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ। 

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ