ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সংসদীয় আসন পুনর্বিন্যাস চায় জামায়াত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৬:৪৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৬:৪৮:৪৫ অপরাহ্ন
​সংসদীয় আসন পুনর্বিন্যাস চায় জামায়াত ​সংবাদচিত্র : সংগৃহীত
সরকারের উদ্দেশে দুটি দাবি তুলে ধরেছে জামায়াত। দাবি দুটি হচ্ছে, সব প্রাপ্ত বয়স্কদের ভোটার করা এবং সংসদীয় আসন পুনর্বিন্যাস করা। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের এই অবস্থান তুলে ধরেন আমির ডা. শফিকুর রহমান।
সকালে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনের সভাপতির বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা বলেছি যে, সংস্কারের এই মৌলিক বিষয়গুলো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদের নিতে হবে। অঙ্গাঙ্গীভাবে জড়িত সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক দুটি বিষয়ের একটি হলো— রাষ্ট্রের সব প্রাপ্ত বয়স্ক নাগরিকদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া।’
‘দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধীদলে যারা ছিলেন, তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। তারা আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলোকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক ও বাস্তবতার আলোকে।’
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় নায়েবে আমিরর অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘পতিত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতে ইসলামী। এত ক্ষতি অন্য কোনও দলের হয়নি। আমরা এ পর্যন্ত সারাদেশে পাঁচ শতের বেশি সহকর্মীকে হারিয়েছি। হাজার হাজার মামলা দিয়ে লাখ লাখ মানুষকে জেলে নেওয়া হয়েছে। কার্যত আমাদের বাড়িই জেলে পরিণত হয়েছিল।’

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ