ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ , ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​চাকরিতে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৫:৩৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৫:৩৩:৫৩ অপরাহ্ন
​চাকরিতে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ​সংবাদচিত্র : সংগৃহীত
সদ্য নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন চাকরিতে যোগদান করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকে প্রবেশ করেন।
গত ১০ ডিসেম্বর সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে আবদুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ