ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কৃষিযন্ত্র হরিলুট: সাবেক প্রকল্প পরিচালকসহ ৮ কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৫:২৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৫:২৪:৫৩ অপরাহ্ন
​কৃষিযন্ত্র হরিলুট: সাবেক প্রকল্প পরিচালকসহ ৮ কর্মকর্তা বরখাস্ত ​সংবাদচিত্র : সংগৃহীত
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে দুর্নীতির সত্যতা পাওয়ায় সাবেক প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলামসহ কৃষি ক্যাডারের ৮ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়।
জানা যায়, কম খরচে, দুর্যোগ এড়িয়ে দ্রুত কৃষককের খেতের ধান গোলায় ভরতে ৩ হাজার কোটি টাকার বেশি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প নিয়েছিলো বিগত আওয়ামী লীগ সরকার। কিন্তু মহাদুর্নীতির মাধ্যমে এই প্রকল্প শুধু ভেস্তেই যায়নি, কৃষকেরও সর্বনাশে ডেকে আনেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ নিয়ে টানা পাঁচ মাসের অনুসন্ধানে অনিয়ম দুর্নীতির নানা ফিরিস্তি তুলে ধরে চ্যানেল 24। ‘যন্ত্রের যাতাকলে কৃষক’ শীর্ষক অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরা হয়, আমদানি না করেই কোম্পানিগুলো কিভাবে কৃষককে যন্ত্র দেয়ার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে, লুটে নেয় ভর্তুকির টাকা এবং টেকনিক্যাল কমিটির মাধ্যমে নিন্মমানের যন্ত্র গছিয়ে দেন কৃষকের হাতে।
প্রতিবেদনটি আমলে নিয়ে তদন্তে নামে কৃষি মন্ত্রণালয়। টানা ২ মাসের তদন্ত শেষে ৮ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড এমদাদ উল্লাহ মিয়ান বলেন, প্রচার করা প্রতিবেদনের সত্যতা মিলেছে। এবং এর সঙ্গে ৮ জনের সরাসরি সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। সেই আট জন কর্মকর্তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। 
কিন্তু যে টেকনিক্যাল কমিটির সুপারিশে নিম্নমানের যন্ত্র কৃষকদের গলার কাটা বানানো হলো, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়? এমন প্রশ্নে কৃষি সচিব জানান, অধিকতর তদন্তে গঠিত হয়েছে আরও একটি কমিটি।
ড এমদাদ উল্লাহ মিয়ান আরও বলেন, এনবিআরের তথ্যে কিছু গড়মিল পেয়েছে। যেসব কোম্পানির মাধ্যমে এই কাজ করা হয়েছে সেখানে তথ্যগত কিছু বিভ্রান্তি আমার দেখেছি। তাই সেগুলো আমরা যাচাইবাছাই করছি। পুরো বিষয়টি ডিটেল তদন্তের জন্য আমরা এটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হচ্ছে। 
সূত্র : চ্যানেল ২৪

বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ