ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের খালাস চাইলেন আইনজীবী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৪:১৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৪:১৬:২৭ অপরাহ্ন
​১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের খালাস চাইলেন আইনজীবী ​ফাইল ফটো
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ‘ফাঁসানো হয়েছে’ দাবি করে এ মামলায় তার খালাস চেয়েছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির। এ বিষয়ে শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের ওপর আসামিপক্ষের শুনানি নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। এর আগে গত ৬ নভেম্বর এ মামলার শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
আইনজীবী শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবর মূলত এ মামলার আসামি ছিলেন না। মামলায় ২৮ জন সাক্ষী হয়ে যাওয়ার পর পুনরায় তদন্তের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়। পুনরায় তদন্ত করা হয়। ওই তদন্তের মাধ্যমে বাবরসহ ১১ জনকে নতুন করে আসামি করা হয়। পরে ৫৩ জনের সাক্ষী নিয়ে বাবরকে নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়।‘আমরা বলেছি, এভাবে মামলা চলা অবস্থায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পর যে তদন্তের আদেশ দেওয়া হয়েছে, তা আইনানুযায়ী হয়নি, বেআইনিভাবে করা হয়েছে। তার নামে কোনো সরাসরি অ্যাভিডেন্স ও কোনো দেখা সাক্ষী নেই।’
রাষ্ট্রপক্ষের উদ্দেশে শিশির মনির বলেন, তারা বলেছেন- তার (বাবর) নির্দেশে ৫ জনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, ৫ জনের কাউকে ছাড়া হয়নি। সবাই জেলে আছে। এ আইনজীবী বলেন, তার (বাবর) বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রভাবিত করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে তৎকালীন তদন্ত কমিটির সভাপতি ও সচিব বিপরীত বক্তব্য দিয়েছেন।
শিশির মনিরের মতে, যেহেতু কোনো সাক্ষ্য-প্রমাণ নেই, তাই অতিদ্রুত যেন এ মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটেছে এটি সঠিক। কিন্তু প্রকৃত দোষীকে নির্ধারণ করতে পারেনি। ফলে আমরা আদালতের সামনের লুৎফুজ্জামান বাববের বেকসুর খালাস দাবি করেছি।
২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় (বিশেষ ক্ষমতা আইনে) সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী (ফাঁসির দণ্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালত।
অস্ত্র আইনে দায়ের করা অন্য মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা। এছাড়া অস্ত্র আটক মামলার অন্য ধারায় সাত বছর কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ