ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতায় মামলায় তারেক রহমান খালাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৪:১১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৪:১১:৫৪ অপরাহ্ন
​পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতায় মামলায় তারেক রহমান খালাস ​ফাইল ফটো
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দায়ের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (১১ ডিসেম্বর) ওই আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় মামলা করেন। আজ বুধবার (১১ ডিসেম্বর) অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের উপাদান না থাকায় তাকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাই তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়ের মিথ্যা মামলা খারিজ হয়ে যায়। তারেক রহমান সব মামলায় খালাস পেয়ে এবং বীরের বেশে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ