আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ১২ কারখানায় ছুটি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১২-২০২৪ ০২:১২:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১২-২০২৪ ০২:১২:০৭ অপরাহ্ন
বাৎসরিক ইনক্রিমেন্ট চার শতাংশের ঘোষণা প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ করার দাবিতে কর্মবিরতি পালন করছেন আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ ঘটনায় শিল্পাঞ্চলের অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া। শ্রমিকরা জানান, তারা সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের জন্য চার শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেওয়া হয়েছে।
হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সাত দফা দাবিতে কাজ বন্ধ রেখেছেন। এর মধ্যে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গার্মেন্টস মালিক সংগঠন সূত্রে জানা যায়, নানা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে। হামীম ও নিট এশিয়ার শ্রমিকেরা এরইমধ্যে কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করায় অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা মূলত বর্ধিত বেতনে সন্তুষ্ট নন, তাই তারা কাজ বন্ধ করে বসে আছেন। তবে কোনো অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স