শীতের সবজি চাষে ব্যস্ত জয়া আহসান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১২-২০২৪ ০৯:২৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৪ ০৯:৫৭:৩২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
শীতের সকালে প্রকৃতির কোলে জয়া আহসান। অভিনেত্রী মন দিয়েছেন চাষাবাদে। বাড়ির বাগানে সময় দিচ্ছেন অভিনেত্রী। শীতের সবজি তুলছেন মন দিয়ে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের জন্য তারই ঝলক তুলে ধরলেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে, ফুলকপি, ধনেপাতা, বেগুন-সহ আরও শীতের সবজি হাতে করে তুলছেন জয়া। সঙ্গে রয়েছে বেশ কিছু পোষ্য। ভিডিওর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘‘প্রকৃতির কোলে রোদ এবং ধুলো মাখা হাত। বাগান করার জীবনটাই সেরা।’’
বাংলাদেশে এখন অস্থির সময়। কিন্তু তার মাঝেই নিজের মতো করে মন ভাল রাখার সুযোগ খুঁজে নিয়েছেন জয়া। আনন্দবাজার অনলাইনকে জানালেন, তাঁর পরিবারেরই বাগানে শীতের সব্জি চাষ করা হচ্ছে। জয়া বললেন, ‘‘আমি প্রকৃতিপ্রেমী মানুষ। সে গাছপালা হোক বা ছাদবাগান, সময় দিতে ভাল লাগে।’’ জয়ার মতে, তাঁর পরিবারে প্রত্যেকেরই প্রকৃতির প্রতি আলাদা রকমের ভালবাসা রয়েছে। সেই সূত্রে অভিনেত্রীর মধ্যেও সেই গুণ প্রবেশ করেছে। বললেন, ‘‘এই মুহূর্তে আমি ঢাকাতেই রয়েছি। এখানেই বাগানে একটু সময় কাটাচ্ছি।’’
গত বছর বলিউডের ‘কড়ক সিংহ’ ছবিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়। চলতি বছরেই এপার বাংলার ছবি ‘ভূতপরী’তে অভিনেত্রীকে দেখেছেন দর্শক। জয়ার বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। সূত্র : আনন্দবাজার অনলাইন
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স