বিজয় দিবসের মূল চমক বেবী নাজনীন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-১২-২০২৪ ০৬:৫৫:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৪ ০৬:৫৫:০৩ অপরাহ্ন
ফাইল ফটো
এবারের বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিনদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।
যাতে মূল চমক হিসেবে থাকছেন কোকিলকণ্ঠী বেবী নাজনীন। যিনি রাজনৈতিক নিগ্রহের শিকার হয়ে গত প্রায় ১৫ বছর দেশের মাটিতে গাইতে পারেননি। থাকতে পারেননি দেশের বুকে। পাড়ি জমাতে হয়েছে যুক্তরাষ্ট্রে। সে কারণে অন্য শিল্পীদের ছাপিয়ে এবারের বিজয় দিবসের কনসার্টে মূল চমক হয়ে হাজির হবেন বেবী নাজনীন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি জানান, কনসার্টে বেবী নাজনীন ছাড়াও গাইবেন জেমস, কনক চাঁপা, মনির খান, রাফা, ইমরান, প্রীতম ও কণা। ব্যান্ডের মধ্যে থাকছে ডিফরেন্ট টাচ ও আর্ক। আরও থাকছেন বাউলশিল্পীসহ এই প্রজন্মের অনেকেই।
১৬ ডিসেম্বর বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স