ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সচিব সোলেমান খানকে অবসরে পাঠাল সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৬:২৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৬:২৬:৫৩ অপরাহ্ন
​সচিব সোলেমান খানকে অবসরে পাঠাল সরকার
বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানকে। তিনি এর আগে শিক্ষাসচিবের দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাঁকে বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব জামিলা সরকার। 
এতে বলা হয়েছে, সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে সরকার তাকে অবসর দিয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

 বাংলা স্কুপ/ প্রতিবেদক/এএইচ/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ