পেঁয়াজ বীজ কাণ্ডে বিএডিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১২-২০২৪ ০৪:০৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৪ ০৪:০৬:৪৭ অপরাহ্ন
চলতি মৌসুমে দেশের কয়েকটি জেলায় বিতরণকৃত পেঁয়াজ বীজের অংকুরোদম হার অস্বাভাবিক কম হওয়ায় কৃষকদের মারাত্মক ক্ষতি হয় মর্মে গণমাধ্যমে খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতা পরিলক্ষিত হয়। ফলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০ অনুযায়ী ড. মো: মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক, বীজ পরীক্ষাগার, গাবতলী, বিএডিসি, ঢাকা ও আহবায়ক পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটি, শাহানা আক্তার, উপপরিচালক, সবজি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, গাবতলী, বিএডিসি, ঢাকা ও সদস্য সচিব, পেঁয়াজ বীজ মূল্যায়ন কমিটিকে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন বিএডিসির সচিব (উপসচিব) ড. কে, এম, মামুন উজ্জামান।
একই ঘটনায় মো: মোস্তাফিজুর রহমান, সদস্য, পরচালক (বীজ ও উদ্যান), চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, বিএডিসি, ঢাকাকে ০৯ ডিসেম্বর ২০২৪ বিএডিসির চেয়ারম্যান (গ্রেড -১) মো: রুহুল আমিন স্বাক্ষরে অর্পিত দায়িত্ব পালনে বিরত রাখার আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, ৭ নভেম্বর ২০২৪ বীজ মূল্যায়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী, বিএডিসি-এর ক্রয়কৃত পেঁয়াজ বীজের তাহিরপুর জাতের শীতকালীন অংকুরোদম হার ৮০ শতাংশ থেকে ৮১ শতাংশ দেখানো হয়। অথচ কৃষকের মাঠে বিশেষ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় অংকুরোদম হার ক্ষেত্র বিশেষে মাত্র ১০ শতাংশ থেকে ২০শতাশ। সুতরাং, এটি পানির মতো পরিষ্কার যে, মূল্যায়ন কমিটির প্রতিবেদন যথার্থ ছিল না। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত শেষে জড়িত কর্মকর্তা ও বীজ সরবারাহকারী কোম্পানির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স